চোখ কান বন্ধ করে
কতদিন আর এভাবে ঘুমিয়ে রবে বলো,
কতদিনই বা ছদ্মবেশে হতাশার গল্প শুনাবে?
এবার সাড়া দাও।
আর কতকাল রক্তে লাল হবে ধরণী,
আর কতকাল আমরা থাকবো অন্যের গড়নি?
এবার সাড়া দাও।
হে মানবতা,
পথে প্রান্তরে কতশত উলঙ্গ ক্ষুধার্ত জোয়ান বৃদ্ধ ঢেউ তোলে
কতশত শিশু তাদের রঙ্গিন আকাশ পেরিয়ে
উদ্ধাস্তু শরণার্থী হয়ে পথ ভুলে।
রাস্তার প্রতিটি ধূলিকণা মুহূর্তেই বিপ্লবে ফেটে পড়ে,
তাতে তোমার কিচ্ছু যায় আসে না?
দেখো আজ কতশত প্রেমিকা সম্ভ্রম হারা হয় ভালোবাসার দায়ে,
এভাবে অবলা তকমা লাগে কত মা-বোনের গায়ে।
আর কত?
এবার তো সাড়া দাও।