কবে এ কথা চুপ হয়ে যায়
ভয়টা কি তবে এই,
অনেক বুঝেও অবুঝ তুমি
তোমার কোথাও আমি নেই।


প্রতিটি লেখায় তুমি
জমতে থাকা রক্তিম ক্ষত,
কখনো রৌদ্রজ্জ্বল বা
হিম-শীতল হাওয়ার মতো।


আর এভাবে হাওয়া হয়ে
যন্ত্রণারা উড়ে বেড়ায়,
ঠিক যেভাবে আমার ছোঁয়া
তোমায় ভীড়ে হারায়।


কবিকে তুমি ভুলেই যেয়ো
যেমন করে দমকা বাতাস,
কাব্যকথা ছোঁয় না তোমায়
কবি হয়ে যায় ইতিহাস।