রক্ত মাংসের মানুষ মোরা
মাটি মোদের বল,
বাংলা মোদের ইতিহাস ঐতিহ্য
বাঙ্গালী মোদের দল।
খেটে খাওয়া মানুষ মোরা
দুর্বার তারুণ্য,
সাহস করে যাই সবখানে
ভেদ করতে অরণ্য।
অভাব মোদের নিত্যসঙ্গী
দুঃখ মোদের ভাই,
ব্যাথা সব মোরা সহজে ভুলি
হিংসা মোদের নাই।
মোরা বাঙ্গালী গড়ি ইতিহাস
এই পৃথিবীর তরে,
রক্ত দিয়েও করি ধ্বংস
শত্রু এলে ঘরে।
পূর্বে মোদের দ্বিগ্বিজয়ী
আছে ইতিহাস!
বাঙ্গালী মোরা শপথ নিব
ব্যর্থতা করব নাশ।