মনের আবেগে কলমের কালীতে
যা লিখি_ তা কি কবিতা?
শূণ্য প্রাণেতে বাজে যে ধ্বনি;
তা দিয়ে কি হয়? কবিতার ছন্দ।
প্রমথের কথায় খেলব আমি_
সাহিত্য নিয়ে খেলা,
কে জানে? করি কি গুরুত্বপূর্ণ
সময়কে অবহেলা।
নই আমি রবি ঠাকুর,নই নজরুল
কবিতার প্রথম ছন্দে আছে কি অনেক ভুল?
কিন্তু কি সে ভুল?
আমি কেন পাই না।
হয়ত প্রাণের প্রথম ছন্দ দিয়ে
লিখেছেন নজরুল অগ্নি-বীণা।
ছন্দের জাদুকর তুমি সতেন্দ্রনাথ দত্ত,
হয়েছি যে কবি_ আমি তোমার ভক্ত।
পল্লীবালার পল্লী তুমি,তুমি কবি জসীম;
ক্ষুদ্র ক্ষুদ্র লেখা দিয়ে হয়েছো অসীম।
তুমি সুকান্ত,ছিলে অনন্ত
প্রাণটা তোমার ছোট;
যা লিখেছো তাতেই শান্ত
ছিলে ফুলের মত।
তুমি যে নারী,তুমি মহিয়শী
তুমি যে কামাল সুফিয়া;
রচনা করে হয়েছো গরিয়শী
নিয়েছো জননী সাহসিকা বরিয়া।
আমি যে তুচ্ছ,মনের আনন্দে
লিখিয়া যাই যে ছড়া,
শূণ্য মনেতে রচিয়া ছন্দে
সাহিত্যপূর্ণ করব ধরা।
জানি এসব তুচ্ছ স্বপ্ন
অলীক আমার কাছে;
সাহিত্য খুঁজিলে মিলিবে রত্ন
আর কি-বা পাওয়ার আছে?