কেন খুঁজি ভেদাভেদ
ধনী আর গরীবে?
ভেদাভেদ কেন নর-নারীতে?
সবাইতো বিধাতার সৃষ্টি
আর মাটি দিয়ে গড়া।
তবে কেন ভেদাভেদপূর্ণ হবে ধরা?
খুঁজি কেন ভেদাভেদ!
কুঁড়ে ঘর আর দালানে।
ভেদাভেদ কেন স্যুট আর ধূতিতে?
সবই তো মানবের গড়া।
তবে কেন হিংসায় পূর্ণ ধরা?
খুঁজি কেন ভেদাভেদ
কাজ আর কর্মে?
ভেদাভেদ কেন গায়ের বর্ণে!
কালো খাটো তারাও তো মানুষ।
তবে কেন তামাসা আর ফানুষ?
কেন কর ভেদাভেদ
সাদা আর কালোতে?
ভেদাভেদ কেন দিন-রাতে
অন্ধকার না থাকলে কী করতে আলোতে?