পথের পাড়ের বৃক্ষ আমি
মনে শত কথা,
বললে পথিক তোমার কাছে
পাবে প্রাণে ব্যাথা!
রুদ্র দুপুরের দাবদাহে
দেই যে আমি ছায়া
যাবার কালে ছিড়তে মোরে
করনা তুমি মায়া।
কেউ করলে আঘাত তোমায়
ঠিক নাও তুমি প্রতিশোধ!
একটু ক্ষমা মনে রেখে
ভুলে যাই আমি ক্রোধ।
প্রচারণা করতে তোমার
গায়ে করো মোর আঘাত!
ফুল-ফলে পরিচিত আমি
করি না কারো ব্যাঘাত।
সৃষ্টিকর্তা তোমার মত,
মোর দেহে দিয়েছে প্রাণ।
সৃষ্টির সেরা নাম যে তোমার
তবুও মনে নেই কেন প্রতিদান?
বৃক্ষের ফল খেও তুমি
বসিয় বৃক্ষের  ছায়ায়,
যাবার বেলা পথিক তোমার
মন ভরিও শত মায়ায়।
তোমার মাঝেই লুকিয়ে আছে
মহামানবের প্রাণ!
সুনিপুন তোমার কর্ম দিয়ে
রাখিও সৃষ্টির শ্রেষ্ঠত্বের মান।