ভোরের ঘাসের উপর তুমি এক বিন্দু শিশির
প্রমাণ যেন তুমিই নিশীর।
দুর্বাঘাসের উপর সূর্য কিরণে মুক্তার মত উজ্জল,
শীর্ণ,শুষ্ক ও ম্লান তুমি,সুন্দর ধরাতল।
তোমার অস্তিত্ব খুব ক্ষুদ্র
তুমি সৃষ্টি,মহা-সমুদ্র।
সূর্যালোকিত শিশির তুমি চোখ ধাঁধিয়ে দাও
তুমি অপরুপ,সুন্দর প্রকৃতি,সুন্দর এ গাঁও।
তোমার কান্নাহাসি মিলে হয় একাকার,
ভোরবেলার সুখটুকু সকালবেলা নিরাকার।
সোনা রোদের হীরক জ্যোতি যখন পরে মাঠে
শিশির তোমার অস্তিত্ব উঠে লাটে।
ঘাসের উপর শিশির তুমি দীর্ঘ সময়ের নয়,
ভোরের প্রকৃতির মত মোর হৃদয়,সারাদিন শিশির সিক্ত রয়।