বৃষ্টিহীন দৃষ্টি নিয়ে
তাকিয়ে আছে নারীটি,
চোখে শুধু হাহাকার,নেই কোনো স্বপ্ন
হয়ত বা পুড়ে গেছে তার সেই বাড়িটি।
৭১' এর দুর্যোগ
করেছিল তাকে ভোগ।
পুত্রকে ফেলে দিল ছুড়ে ঐ নদীতে,
নয়নেতে ভরা জল,পারে না তো থামাতে।
বুকে ছিল দুঃখ,চোখে ছিল ক্রোধ,
স্বামী তার রাজী হল,নিবে প্রতিশোধ।
সেই গেল এল না
কাউকে যে পেল না।
পাঁচ মাস পরেতে,আসে প্রতিবেশি
এসে বলে ভাবীসাব!
আজ থেকে আমরা বাংলাদেশী।
ভাই তোমার কোথাতে?
আসে না কেন বাড়ি?
পারি না তো সইতে
ধরব কিন্তু আঁড়ি।
সে তো  চলে গেছে,না ফেরার দেশে,
হাতে এই চিঠিটা দিল অবশেষে।
"শোন আমি পূর্ণ করেছি তোমার স্বপ্ন,
শকুনিদের দলকে করেছি ছিন্নভিন্ন।
আমায় তুমি দেখতে পাবে,
স্বাধীন দেশের প্রতিটি খাবে।"
মেঘেতে ভরে গেল এই বুঝি শ্রাবণ,
কিন্তু হল না কেন বর্ষণ?
বর্ষা গেল চলে,এ যে চৈত্রের মুখ!
দিয়ে গেল স্বাধীনতা
আর অপেক্ষার সুখ।