শোন বলি একটি দেশের কাহিনী
যে দেশে ছিল বাঙ্গালী নামের বাহিনী;
হাসত,খেলত,জানত না হিংসামী
শত্রু এলে শান্ত থাকত না জানি।
মিলে মিশে নর-নারী
নাহি দিত শত্রু ছাড়ী।
দুঃখ কষ্টে মিলেমিশে তারা
শোকের তাড়নায় হত দিশেহারা।
যারা ভীরু বলতো,তারাও সাবাশ বলে
পরাধীনতাকে কাটিয়ে উঠে,স্বাধীনতার ছলে।
সারা বিশ্ব তাকিয়ে দেখে এ এক জাতী,
ভাষার জন্য দেয় জীবন,শীর্ষে তার সংস্কৃতি।
রুপে গুনে সে দেশ যে অনন্য
জন্ম আমার সেই দেশেতে হল ধন্য।
সবুজের বন্ধনে ভালোবাসার সমারোহ,
নিজেকে ভুলে যাবে,এ দেশকে ভুলবে না কেহ।