নদীর বুকে স্বপ্ন হয়ে
জাগে যখন চর;
পানকৌড়ি,বালিহাঁস হেথায়
বাঁধে আপন ঘর।
ঝলোচ্ছ্বাস আর বন্যায়
স্বপ্ন ভেঙ্গে যায় ভাটির গাঁয়;
চরের আবার মালিক আসে
যদিও তা দলিল ছাড়া,
ছিন্ন মন দেহে ভাসে
পানকৌড়ি,বালিহাঁস হয় ভিটাহারা।
বালিবনে আশার ডিম
স্বপ্ন বুঝি হল ঝিম;
নতুন করে স্বপ্ন দেখায়
সময় নাহি আসে,
ঘুমোতে যাওয়ার আগে
তারা চিরনিদ্রায় ভাসে।