শুনতে কি পাও ?
সেই দুঃখিনী মায়ের আর্তনাত!
ছেলে আসবে বলে,আশায় থাকে
অপেক্ষায় কেটে যায় রাত।
শুনতে কি পাও?
সেই এতিম শিশুর ক্রন্দনের আওয়াজ!
যার খেলনা নিয়ে আসবে পিতা,
বুঝে না যে মরণ সাজ।
শুনতে কি পাও?
সেই ফুলের আহাজারি!
যার সুগন্ধ ছড়ায় নি ধরণীতে,
অগ্নির ফুলকীতে পুড়ল বাড়ি।
শুনতে কি পাও?
সেই কাকের কা -কা ধ্বনি!
যেখানে শকুনেরাও ভয় পায়,
ধ্বংসের  আওয়াজ শুনি।
শুনতে কি পাও?
সেই দূর্বল মানুষের বুকের মাঝে-
লাব-ডাব,লাব-ডাব আওয়াজ,
ভয় থাকত মনেতে;আর প্রাণ বাঁচাতে,
যে বের হয়ে করত না কাজ।
শুনতে কি পাও?
সেই ভয়ের মাঝখানে প্রতিবাদের ধ্বনি!
শত্রুরা পালাল যার খবর শুনি।
সেই প্রতিবাদী গান,
যা শুনে লাশের দেহেও আসে প্রাণ।
সেই ধ্বনি বাজে যেন-
সবার কানে কানে,
প্রতিবাদ করে ধ্বংসের;
বাঙ্গালী স্বাধীনতা আনে।