এই দেশের মাটিতে জন্ম আমার,
ধন্য আমি,এই বাংলার।
যে মাটিতে আছে শত প্রাণ
শত মমতা,অশ্রু ঝরা গান।
যেখানে আছে নাড়ীর টান,
শত রঙ্গে শত ফুলের ঘ্রান।
আমি ধন্য,এই মাটিতে জন্ম আমার;
মাটির টানে যেন আসি বারে বার,
এই বাংলার মাটির বুকে
যেখানে শত হাহাকার,তবু স্বপ্ন চোখে।
সোনার ফসল গোলা ভরা
মাটি চিড়ে জলেতে মাছের ধরা।
এ যেন স্বপ্নের কাঠিতে গড়া
আমার বাংলার মাটির ছড়া।