কী হব! কী হব! আমি বড় হয়ে;
ভাবতে ভাবতে সারাদিন,যাবে হয় তো বয়ে।
মানব জীবন ক্ষণস্থায়ী,তবুও আছে আশা,
কর্ম দিয়ে অমর হব,এটাই প্রত্যাশা।
লক্ষ্যহীন জীবন কান্ডারীবিহীন তরীর ন্যায়,
লক্ষ্য করে স্থির,সামনে চলতে হয়।
কী হব বড় হয়ে খুঁজে নাহি পাই,
লক্ষ্যের সন্ধানে তাই,  আমি ছুটে যাই।
বাবা বলেন প্রকৌশলী,মা বলেন ডাক্তার,
মানুষের মত মানুষ হব,এ মোর অঙ্গীকার।