সেদিন রাতে কি ঘটেছিল?
বলতে গেলে মুখ হয় যে কালো!
এতো লাশ দেখিনি কখনও
কথাগুলো আজ পুরোনো ।
ঠকঠক সেই বুটের আওয়াজ
যখন শুনি,দেয় বুকে চাপ,
তাকাতেই চারিদিকে
দেখি কালো রক্তের ছাপ।
আগে যদি জানতাম এমনই হবে
মুসলমান না বলে,বাঙ্গালীদের ভাগ করতে বলতাম তবে।
বাকের স্বাধীনতা,যেথায় হয় হীনতা
বল! মেনে নেয়া যায় কি তা?
শাসনের নামে শোষণ করতো,
করতো অত্যাচার নিপীড়ন,
সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে
করতো মোদের হরণ।
সেদিনের কথা পড়লে মনে
আজও চোখে জল আসে,
সেদিনের সেই প্রতিবাদী ধ্বনি
আজও মোর কানে বাজে।
জয় বাংলা,বাংলার জয়,
সামনে এগিয়ে চল,মোদের নেই কোনো ভয়।