আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি যে ভাষা,
সে তো আমার বাংলা ভাষা;
বাকের স্বাধীনতার জন্য ছিল যত আশা,
পেয়ে হয়েছি ধন্য ফেব্রুয়ারীর ভাষা,আমার মাতৃভাষা।
বিশ্বের সব ইতিহাসকে মোরা করেছি বিদ্ধ,
বাঙ্গালী হল প্রথম জাতি,করেছে ভাষার জন্য যুদ্ধ;
শত সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি যে ভাষা,
তার জন্য দিবস হয়েছে- আন্তর্জাতিক মাতৃভাষা।
বুক গর্বে ফোলে,যখন আসে ফেব্রুয়ারী,
গলা চিড়ে তাই আমি বলতে পারি!
বাঙ্গালীর রক্তে রাঙ্গানো যে ফেব্রুয়ারী,
সম্মানের সাথে রাখবো,ভুলিতে নাহি পারি।