আজ নেই শীতের তীব্রতা,
কেটে গেছে বিষন্নতা;
প্রকৃতির মাঝে দেখি নতুন শুভ্রতা,
তুমি এসেছো কি ফাল্গুন?
আজিকের এই মাতাল হাওয়া,
মনে হয়- অনেক সাধনার পাওয়া;
যেন দিলে তুমি প্রেমের হাওয়া,
প্রকৃতি পড়েছে তোমার প্রেমে।
অপরূপ সৌন্দর্যের বসন্ত তুমি,
শুভ্র ঘাসকে রয়েছো চুমি;
করলে রঙ্গিন এ ধরার ভূমি,
তাই তো তুমি প্রেমের বসন্ত!
অমর যৌবন তোমার সাড়া গায়,
কপোত-কপোতি আজ নেই নিরুপায়,
লাল-হলুদের ভূমি যেন তোমার ছায়ায়,
সখী তুমিও আজ পড়বে প্রেমে।
বসন্তের হাওয়া চারিদিকে,
প্রকৃতিকে রঙ্গিন করেছে এঁকে,
পড়ে না পলক,চোখ তোমার দিকে,
আজ এই প্রেম ভরা বসন্তে।