মার্চ তোমাকে বলব "মাস অগ্নিঝরা",
তোমার রক্তে রঙ্গিন, হয়েছিল এই ধরা।
নতুন সূর্য উঠতো, নতুন স্বপ্ন হয়ে ,
কিন্তু নতুন সূর্য তোমার শোকে,
গুমরে গুমরে কাঁদে।
কাক-শকুন ভয় পেয়েছিল,তোমার রক্ত দেখে,
হায়েনার দল মুচকি হাসে,তোমার রক্ত মাখা মুখ দেখে।
কেন তুমি মরেছিলে,দিয়েছিলে প্রাণ?
এসব খুঁজে বের করাই,ছিল প্রতিদান।
শালিকের বুলি বলবে শালিক,
দোয়েলের গান দোয়েল।
কাপুরুষের দল ছিল ওরা,
তাই পিছন থেকে করেছিল ঘায়েল।
তোমার শোকে আচ্ছন্ন,মনে ছিল ক্রোধ,
তাই বাঙ্গালী শ্বপথ নিল,নিবে প্রতিশোধ।
শিশু,ভাই,পিতা দিয়েছিল প্রাণ,
হারিয়েছিল মা,বোন,স্ত্রী মান,
এসব ছিল তাদের  প্রতিদান।
দেশ হতে মুক্ত হবে এই অকল্যাণ,
প্রতিশোধ মোরা নিয়েছিলাম,নয় মাস পরে,
অবশেষে যা চোখে দেখলাম!
অর্ধেক শত্রু ছিল মোদের ঘরে।