যাও যাও যাও নারী,
দাও সাত সাগর তের নদী পাড়ি।
শত বাঁধা পেরিয়ে নিরবধি,
যাও তুমি এগিয়ে,যেমন যায় নদী।
নর-নারী সমান অধিকার,
অসহায়কে নারী তুমি করতে পারো পাড়।
তুমি গভীরে,তুমি উপরে,
তুমি বিধাতার দান ;
ধ্বংসকে  গড়বে  নতুন করে,
তুমি নারী এটাই তোমার মান।
গাও গাও গাও সবাই,
নারীর জয়গান!
তোমরা মাটির পুতুল নও,
আছে তোমাদেরও প্রাণ।
হাত-পা সবই তোমার-
পুরুষের মতন আছে।
কেন নারী পর্দা বলে,
ঘরে বসে থাকো মিছে?
পর্দা করে নারীরা ব্যবসা করতে পারে,
পর্দায় থেকেও নারীরা,সুন্দর দেশ গড়তে পারে।
তবে কি নারী,তুমি বাঙ্গালী নও?
হাত-পা গুটিয়ে কেন ঘরে বসে রও?
যাও তুমি এগিয়ে,সব বাঁধা পেরিয়ে,
আমি গাইব তোমার জয়গান!
নারী তুমি বিধাতার গড়া সুন্দর দান;
নর-নারী সমান।