আজি বিনম্র শ্রদ্ধা করি তাঁরে !
যার জন্য আমি স্বপ্নের দুয়ারে,
সে তো মোর শিক্ষাগুরু;
যার হাত ধরেই চলা শুরু,
এই বর্ণমালার শহরে।
চোখে ছিল স্বপ্ন,মনে ছিল আশা,
ভবিষ্যতের হাতছানিতে শিক্ষকের ভালবাসা!
আমার যত সুপ্ত প্রতিভা,হয়ত তাঁরই দান,
গুরুর জন্য হয়েছি মানুষ,এটাই তাঁর সম্মান।
এই বিশ্ব বহরে!
আজ আমি পৌঁছে গেছি প্রায় স্বপ্নের কাছে,
এই সব আমি পেয়েছি গুরুর স্পর্শে;
মনের শত শ্রদ্ধা আর শত সম্মান,
সব দিলেও শেষ হবে না তোমার প্রতিদান।
পিতার মত গুরু তুমি,শিখিয়েছো পথচলা,
তোমার জন্যই আমি মহান,তুমি গলার মালা;
তোমার মনের ছোট্ট কুটুরীতে রেখো মোরে গুরু,
তোমার আশির্বাদেই হয় যেন মোর চলার শুরু।