আমি এক শহুরে ছেলে,
জীবন বড় একা;
সময় পেলে করব খেলা!
পাই না কারও দেখা।
ঘুম থেকে উঠি সকালে
ঊষা যখন উঠে,
ইমাম সাহেব এসে বলে-
মন দাও আরবি পাঠে।
৭'টা বাজে খাবার খাওয়া
বাস আসবে,স্কুলে যাওয়া,
তারা হুরোয় সকাল বেলা
পাই না আমার খেলার বেলা।
১১'টায় ফিরে বাড়ি,
গোসল করি তাড়াতাড়ি;
দুপুর বেলা খেলতে মানা-
গুটিয়ে যায় আমার ডানা!
২'টাতে খাবার খেয়ে
নেই একটু রেস্ট,
টিউটর ঐ আসলো ধেয়ে-
ধরবে পড়ার লিষ্ট।
টেবিলেতে বসে বসে
কাটে বিকেল বেলা,
অশ্রু জলে নয়ন হাসে
খেলাকে করে অবহেলা।