বাবা নিয়ে কি লিখব?
ছন্দহীন আমি কেন কিছু খুঁজে পাই না?
বাবা কি শুধু একটা পরিচয়?
মনে হয় না, বাবা মানে হবে আরো কিছু...
বাবা তো বটবৃক্ষের ন্যায় ছায়া দেয়া কেউ কিংবা আমার মাথার ছাঁদ।
যার জন্য রৌদ্দ্রের দাবদাহ আমার কাছেও আসে না,
যার কাঁধে ভর দিয়ে আমি বেঁচে আছি সে ই তো আমার বাবা,
যিনি না থাকলে কল্পনা ও করতে পারতাম না নিজের অস্তিত্ব,
যার জন্য টিকে আছে মোর স্বত্বা তিনি ই আমার বাবা।
আমায় নিয়ে বাবার বুকে হাজারো স্বপ্ন ভাসে,
অধম আমি ছুটে চলেছি মরীচিকার পিছে,
চৈত্রদাহে শীতল পরশ,শীতে  ঊষ্ণ কাপড়,
নিমিষেই সব ভুলে যাই,বাবাকে করি পর।
বাবা তো পাহারের মত ,
আমায় রক্ষা করে জলোচ্ছ্বাস থেকে,
হিমালয়ের  মত মহান,আকাশের মত উদার,
বাবাই তো আমার অনুপ্রেরণা...
যার হাত ধরে হাটতে শেখা,
বাবা তো শুধুই বাবা।