তৃতীয় বিশ্বের পৃথিবীতে
সবকিছু ই পরিপূর্ণ,
আধুনিকতা ছড়িয়ে পড়েছে
তাই আজ মানবতাই ক্ষুন্ন।
পেটে আছে ক্ষুধার অভাব
আছে অভাবে টাকা,
সোঁজা আঙ্গুলে ঘি না উঠলে
আঙ্গুল করে বাঁকা।
রত্ন টাকায় পরিপূর্ণ
অভাব আছে সুখের,
একের সুখে ধন্য সবাই
স্বপ্নের অভাব বুকে।
আধুনিকতার এই যুগেতেও
কেন মানুষ মরে ধুকে ধুকে?
আবেগের কাছে বিবেকের অভাব
বেচতে রাজি নিজের স্বভাব।
প্রেমিক আছে,প্রেমের অভাব,
সম্পর্ক আছে,ভালোবাসার অভাব,
টাকা খোঁজা লোভীর স্বভাব
স্বার্থ খোঁজা মোদের স্বভাব।
চোখের জলে অনুভূতির অভাব
আছে মোদের ভাতের অভাব-
রাজনীতিতে নীতির অভাব-
শিক্ষানীতিতে শিক্ষার অভাব-
এটা না কি বাঙ্গালীর স্বভাব???
বিচারালয়ে ন্যায়ের অভাব
প্রার্থনা ঘরে ধ্যানের অভাব
এটা না কি পশ্চিমাদের স্বভাব??
বিবেক আছে,মানবিকতার অভাব
এটা কি তৃতীয় বিশ্ব?
স্বার্থের জন্য পরিবারকে করছে ধ্বংস।
আভাব আছে শৃঙ্খলাতে
অভাব নৈতিকতার,
অভাব ঘোঁচাতে পৃথিবীতে
আমরা সবাই সবার।