মধ্যবিত্ত পরিবারে চিত্তমুগ্ধ আমি,
একটাকে পেতে হলে অন্যটি কুরবানী।
স্বপ্ন থাকে আঁকাশ ছোঁয়ার
পায়ের নীচে মাটি নেই,
বাঁধার সাগর পাড়ি দিব
তাই ঘর থেকে বের হই।
বাঁচা মানেই স্বপ্ন দেখা
ঘুমিয়ে ঘুমিয়ে নয়,
যে-টা নেই সেটা খুঁজো না
এমন হতাশাকে করব জয়।
মহান মানব যা হওয়ার ছিল
হয়ে গেছে সব পিছে,
এমন চিন্তা ভাবনা কেন?
তুমি কর মিছে মিছে।
ক্ষুদ্র তুমি,আমি মহান হব
কর্ম দিয়ে বিশ্বে অমর রব!
সাড়া বিশ্ব জানবে আমি মধ্যবিত্ত ছেলে
স্বপ্নকে ছেয়ে দিব,বাস্তবের ডানায় মেলে।
যৌর্য-বীর্যে তরুণ আমি
সব বাঁধাকে করব জয়,
ব্যর্থতার মিথ্যে হতাশা
আর নয় আর নয়।
কষ্টতে কেষ্ট মেলে, সবুরে মেওয়া ফলে
ব্যর্থ পথে নয়, কেন সব সরু পথে চলে?
ও হে মানব! যদি তোমার তারুণ্য মনে রয়,
ব্যর্থতার বাঁধা গুরে দিয়ে,উচ্চ কর জয়।