তুমি সুন্দর,সুন্দর সৃষ্টি
অপূর্ব তোমার মহিমা,
দিয়েছো যে মান,সেরা সৃষ্টির
দিয়েছো মোরে মানুষের গড়িমা।
কৃজ্ঞতার জন্য রেখেছো
পাঁচটি দ্বীনের খুঁটি,
সবকিছু ভুলে গিয়ে চোখের পলকে
পাপের কাননে খাই লুটিপুটি।
কর দয়া দয়াময়,রহিম-রহমান
চলি যেন শান্তির পথে,হেদায়েত কর দান,
সুন্দর সৃষ্টি ঝরণা ধারা
সাগরের সুন্দরে হই আত্মহারা।
মানুষের প্রয়োজনে শত পশুর প্রাণ
মাটির দেহে আল্লাহ্ তুমি করেছো যে দান।
সুন্দর পৃথিবীর নিষ্পাপ কলি
কর প্রভু আমাকে,মোর পাপকে ভুলি,
দুনিয়ার যত দেহ,যত পাপী প্রাণ
কর প্রভু ধ্বংস! দাও হেদায়েত দান।