বন্ধু মানে কান্না হাসি
শিশির ভেজা ভোর,
বন্ধু মানে সাদা কালোতে
রঙ্গিন একটু ঘোর।
বন্ধু মানে চলার সাথী
মরুর বুকে জল,
বন্ধু মানে দুঃখের মাঝে
হাসি খুশির ঢল।
বন্ধু মানে রাত জাগা কল্পনা
মনের মাঝে শত আল্পনা,
বন্ধু মানে পথের ছায়া
দূরে গেলেও বাড়ায় মায়া।
বন্ধু মানে শীতের চাঁদর
গ্রীষ্মে শীতলতা,
বন্ধু মানে বসন্তের আমেজ
শরতের কোমলতা।
বন্ধু মানে মেঘের ফাঁকে রোদ,
নেই হিংসা,নেই প্রতিশোধ।
বন্ধু মানে একটু অভিমান
ঝগড়া আর ভালোবাসা,
বন্ধু মানে শূণ্যের মাঝে
পূর্ণের শত আশা।