বিন্দুর মাঝে,সিন্ধু আমি,
স্রষ্ঠার দেয়া মহিমা,
সৃষ্টির সেরা নাম যে মোদের
সুন্দর মাটির দেহের গরিমা।
স্বল্প জীবনেও হব যে অনন্ত,
কর্ম দিয়ে ভবে,
মরে গেলে দেহ আমার,
মনে রাখিবে সবে।
প্রথম দিবসে কেঁদেছি আমি,
ছিল সবার মুখে হাসি!
শেষ দিবসে হাসিব আমি
সবার মুখে থাকবে কান্নার বাঁশি।।