পানির বুকে এঁকে দিয়েছো,সাদা রঙ্গের আল্পনা
বিলে-ঝিলে শাপলা-শালুক,শান্তির কল্পনা;
শুভ্র পরীর মত তোমার হাসি
সে হাসিতে চুমু খায় শিশির বিন্দু,
বাংলার মানুষ তাই তোমায় ভালোবাসি
স্নিগ্ধ শাপলা তোমাতে রুপের সিন্ধু।
লাল-নীল-সাদা তুমি রঙ্গের বাহার
বাংলার রুপ মিশে হয় একাকার!
পুষ্টিতে ভরপুর,শাপলা দন্ডের তরকারী
ফল নিয়ে শাপলার ছেলেরা করে কাড়াকাড়ি।
জল-দেবতার সৌন্দর্যের মুকুট তুমি শাপলা
স্নিগ্ধ বাতাস তোমার গায়ে,দেয় যে দোলা;
ঢেউয়ের পরশে শাপলা,নাচে তালে তালে
শুষ্ক প্রায় জলাশয়,তোমায় নাহি ভোলে।