শুনেছো কি বন্ধু ?
সেই রোদেলা দুপুরের মিষ্টি গান,
ঝরো পাতা জড়োসড়ো
পাখির গানে ভরে যায় প্রাণ।
দূরন্ত পথিক অশ্রান্ত মনে
হেটে চলে দূর থেকে দূরে
বটের ছায়ায় ক্লান্তিক্ষণে
দক্ষিনা বাতাস দেয় মন ভরে।
শুনেছো কি বন্ধু?
সেই নদীর কলতান,
গুটি কয়েক জেলে তার বুকে
জাল বায় আর করে ভাটিয়ালী গান।
কলসী কাঁখে শুভ্র কাপড়ে
নববধূ যখন ফিরে বাড়ি,
যেন ছেলেমেয়ের ছড়াছড়ি
গরমের দুপুরে নদী আর পুকুরে।
শুনেছো কি বন্ধু?
কোকিলের কুহু কুহু গান,
রহস্যে ভরা বটের প্রাণ;
দেখেছো কি বন্ধু?
গোলা ভরা ধানে;কৃষকের হাসি
পড়ন্ত বিকেলের সুরে রাখালের বাঁশি।
দেখেছো কি?
মায়ের অপেক্ষার চোখ,
একজনের সফলতায়,খুশি গাঁয়ের লোক
দেখেছো কি বন্ধু?
সেই অনাথ মেয়ের_
বুকভরা কান্না আর আহাজারি!
নাড়ীর টানে ছেলে ফেরে গাঁয়ের বাড়ি।
যদি নাহি দেখো ভাই!
আসো বাংলায়
শুনবে দেখবে তুমি সবই
বাংলা যে তোমার অপেক্ষায়।