বাংলার বুকে আছে হাজারো কথা
আছে কত স্বপ্ন আর আছে ব্যাথা,
স্মৃতির আলিঙ্গনের কথা
নকশী কাঁথায় হয় যে গাঁথা।
অস্ফুট সেই না বলা কথা
মনের আবেগের হারানো ব্যাথা,
আঁকে আর লিখে শোক গাঁথা
কত স্বপ্ন দিয়ে বোনে ,নকশি কাঁথা।
যার স্বামী ফিরবে দিন শেষে
তাকে যে কথা বলবে হেসে,
তা ও হয় যে গাঁথা
বাংলার নকশী কাঁথা।
মায়ের স্বপ্ন খোকাকে নিয়ে
খোকার স্বপ্ন মা,
পুরো বছরের কথা ধেঁয়ে ধেঁয়ে
সেলাই করে,লিখে রাখে মা।
হাজার স্বপ্ন, হাজার আশা,
হাজার কথা আর হাজার ব্যাথা।
হাজার রূপকথা আর শোক কথা
সব কিছু মিলিয়ে বাংলার নকশী কাঁথা।