প্রতিশ্রুতির পথগুলো রুদ্ধ হয়ে যায়
ঘাসফড়িংয়ের অপমৃত্যুর মত নিরুপায়
একলা পথিক, নীড় হারা মন, বিষের পেয়ালায়
পৌষের কোনো দীর্ঘ রাতের গহীন কবিতায়।

নিমেষের পথভোলা, সাদাকালো পালতোলা,
প্রশান্তির ঐ মস্ত-দীঘির সমস্ত জল ঘোলা।
আসে নি তবু কানে, ডাহুকের হারা সুর,
ধরার কোলে রোদ মাখা দিন; সে আর কতদূর?

জীবন নামের নাওটা তবু বাইতে কত সুখ
নীড়হারা কোনো পাখির মত হিম হয়ে আসে বুক।
যায় চলে যায় দূর অজানায় বদ্ধ আবেশে
আলোর ছটা দেখবে বলে নিরাশার আকাশে।