বাংলা তুমি লাখো শহীদের
রক্তে সাজানো আল্পোনা।
বাংলা তুমি ছেলে হারানো
শত মায়ের বঞ্চনা।
বাংলা তুমি বায়ান্ন এর
তর্জনীর শ্লোগান।
বাংলা তুমি রফিক, জাব্বাদের
রাজপথে দেয়া প্রান।
বাংলা তুমি বীর বাঙালীর
শ্লোগানে ধ্বনিত নাম,
বাংলা তুমি একাত্তরের
স্বাধীনতার সংগ্রাম।
বাংলা তুমি নব বধুয়ার
হাতের শোভা বালা।
তুমি আমার কবিতা, গানের
লিখিত বর্ণমালা।
বাংলা তুমি আম জনতার
রুখে দাড়ানোর প্রত্যয়।
বাংলা তুমি সোনালি উষার
নতুন সূর্যোদয়।
বাংলা তুমি ফসলের মাঠে
কৃষাণের মুখের হাঁসি।
বাংলা তুমি রাখালির মুখে
সুরেলা ধ্বনির বাঁশি।
বাংলা তুমি কোটি মানুষের
স্বপ্ন দিয়ে আঁকা।
বাংলা তুমি আকাশে উড়ন্ত
লাল সবুজের পতাকা।
তুমি আমার মাতৃভাষা
নয়তো সস্তার পণ্য,
তোমায় নিয়ে গর্বিত আমি
তোমায় নিয়ে ধন্য।
তুমি আমার জীবন মরনের
মায়াজালে ঘেরা।
বাংলা তুমি সারা বিশ্বের
সকল ভাষার সেরা।