মুছবেকি তাদের সম্মান?
মিথ্যার কাছে না হেরে যারা,
জীবনকে করে বলীদান!
বাতিলের জন্য ছিলোকি তারা
প্রতিরোধ্য দুর্গ?
খোদার দিন কায়েমের জন্য যারা,
নিজেকে করে উৎসর্গ!
রবেকি তারা চির অমর?
শহীদ উপাধি পেয়ে যারা
মৃত্যুর দেশে দেয় সফর!
স্বদেশেদের মাঝেকি করেছে তারা
শোষন উত্থানের বীজ বপন?
শোষকের কাছে কখনোই যারা
করেনা আত্নসমর্পন!
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে
থাকবেকি তাদের নাম?
বুকেতে যারা করেছিলো ধারন,
খোদার শ্রেষ্ঠ কালাম!
বীরের মর্যাদা পাবেকি তারা?
মৃত্যুর দারে পতিত হয়েও
পিছু হটেনা যারা!
অদৌকি ছিলো তারা
দেশান্তরের আরোহী?
বিদ্রোহের ধুপ জ্বাললে যারা
হতে হয় দেশদ্রোহী!
বাজবেকি তাদের বিজয় ধ্বনি
এই বাংলার আকাশে বাতাসে?
খুনি শোষকের মরন মঞ্চে,
দাড়িয়েও যারা হাঁসে!