তুমিতো থাকো স্বপ্নের মাঝে,
স্তব্দ হয়ে দাড়িয়ে!
ঘুম ভাঙতেই মেঘের দেশে,
যাও কেনো তুমি হারিয়ে?
কল্পোনাতে এসে তুমি,
করেদাও আত্নহারা!
তবু কেনো তুমি সামনে এসে,
দাওনা আমায় ধরা?
বাস্তবতায় আসতে তোমার,
আছেকি কোনো ভয়?
বলবেকি আমায়, কে তুমি?
কি তোমার পরিচয়?
ঠাঁই দিবেকি কখনো আমায়,
তোমার মনের ঘরে?
স্পর্শ তোমার পাবোকি আমি,
কোনো এক দিপ্ত প্রহরে?
কেনো তুমি জ্বেলেছিলে মনে,
ভালোবাসার শিখা?
বাস্তবতায় হও যদি তুমি,
শুধুই মরিচিকা!
চিরন্তনকি দেখবো তোমায়,
শুধুই স্বপ্ননীড়ে?
জানোকি তুমি? আজো খুজি তোমায়,
শতো মানুসের ভিড়ে!
কোন সে তারার আভা তুমি?
কোন সে পথের রেখা?
বলবেকি আমায় কোন শহরে,
মিলবে তোমার দেখা?
প্রতীক্ষার প্রহরের শেষ প্রান্তে,
খোজ মিলে তোমার যদি!
পাড়িকি আমায় দিতে হবে,
সাত সমুদ্র তেরো নদী?