আকাশে মেঘের ঘর্ষন,
চারিদিকে নেমেছে অন্ধকার।
কানে আসছে বর্ষনের ডাক,
এর আছেকি কোনো প্রতিকার?
টাপুর টুপুর ছন্দে শুধুই,
করছে অনাসৃষ্টি।
বাতাসের সাথে সুর মিলিয়ে,
এই বুঝি নেমেছে বৃষ্টি?
প্রকৃতি পাচ্ছে নতুন জীবন,
চৌচির ভুমি পাচ্ছে সুখ।
রোদ্দুর বুঝি ভয় পেয়ে আজ,
লুকিয়েছে তাঁর মুখ?
পিপাসু বৃক্ষের মিটেছে তৃষ্ণা,
গ্রীষ্ম করেছে প্রত্যাগমন।
এই বুঝি আজ প্রকৃতিতে,
বর্ষার হলো আগমন?
গগন পানে মিলছেনা দেখা,
উড়ন্ত শালিকের ঝাঁক।
কানে কেনো ভাঁসছেনা আজ,
শঙ্খচীলের ডাক?
ক্লান্ত মাটির প্রতীক্ষা আজ,
হতে চলেছে অন্ত।
কৌতুহলী মন কেনো আজ,
ছুতে চাইছে দিগন্ত?
চারিদিকে আজ বইছে শুধুই,
নিরলস পবনের মিছিল।
বৃষ্টির জলে ভেজালে শরীর,
মন হবেকি শিথিল?
ভেজা মাটিতে ছাতা হাতে,
হেঁটে চলেছে মহোদ্বয়।
মন মাঝারে আছেকি তাঁহার,
পিছলে পড়ার ভয়?
বিজলির আলোয় চোখ জুড়ালো,
জাগলো নিহিত প্রান।
মন কেনো আজ গাইছে শুধুই,
মিষ্টি সুরের গান?
মায়াবী মেঘ দিয়েছে আজ,
জমিনের পানে দৃষ্টি।
জানেকি কেউ থামবে কখন,
এই অতন্দ্র বৃষ্টি?