স্বপ্নে আমার প্রতিনিয়ত
লেগে যায় শুধু কাদা।
ভাগ্যের কাছে পরিশেষে আমায়
পেতে হয় শুধু বাধা।
লক্ষ্যে আমার অর্থচিন্তা
করে যায় সদা আঘাত।
ক্ষমতার কাছে বাধা পেয়ে আমায়
হতে হয় সূত্রপাত।
ভাবনা আমায় দেখিয়েছে শুধুই
গ্রহতে ভরা মহাকাশ।
আকাশ পথে পাড়ি দিতে গিয়ে
হয়েছি আমি হতাশ।
ইচ্ছে আমার হয়না পুরণ
থাকনা যতই ভক্তি।
মিথ্যে কামনা সদা আমায়
দিয়েছে বৃথা যুক্তি।
জীবনে আমার বইলোনা আজও
পরিতৃপ্ত বাতাশ।
রব কখনো বোঝেনি আমার
মনের অভিলাষ।
আহত দেহের মনটা আমার
কেঁদে যায় উচ্চস্বরে।
মুক্তি চাইতেই বন্দি আমি
তালাবদ্ধ ঘরে।
উদার মনের বাসনা আমার
পবনে ধাবিত তুলো।
মনের কসুর মিনতি করে
দেখেছি শুধুই ধুলো।
বলিনি কাউকে নিরাশার কথা
চাইনি পেতে সান্ত্বনা।
মুখের বুলি বুকেতে গেঁথে
করেছি শুধুই প্রার্থনা।
মনের বাসনা থামবেনা তবু
না করেই কোনো ত্রুটি।
যতদিন না ধরণী থেকে
হবে আমার ছুটি।