বিষাদ,
সে যে গাত্রের অন্তে নিভৃত থাকা হৃদয়ের আর্তনাদ।
বিষাদ,
সে যে অশ্রু হয়ে ঝরে পড়া কোনো লোচনের প্রতিবাদ।
বিষাদ,
সে যে দগ্ধ চিত্তে দিয়ে যায় শুধু অনিবার অবসাদ।
বিষাদ,
সে যে প্রণয়ের আঘাতে ব্যথিত কোনো চেতনের ক্ষুব্ধ প্রবাদ।
বিষাদ,
সে যে বেকসুর হিয়ায় কুৎসার ন্যায়ে দিয়ে যায় অপবাদ।