প্রেমময় দুহিতা, তোমাতে আজি অতিশয় অভিরত,
বেসুর মর্মে তুমি নিরবধি ধৃত-পক্ষীর মত।


নির্জনতায় বিজন বেদন তোমায় রচনে নিসাড় রোদনে,
লুব্ধ লোচন শঙ্কার আবেশে বেঁধেছে তোমায় আসাড় চেতনে।


নিঃসৃত তুমি ঊষার পবনে, দৃশ্যত তুমি নিশীথ স্বপনে,
পীড়িত হিয়ার তৃষিত কাননে রেখেছি তোমায় অতীব জতনে।


অন্ত বেলার গোধূলি লগ্নে স্থিত তুমি মোর ধূসর মগ্নে,
মুক্ত সরসীর নিথর সলিলে আপাত তুমি বিকচ নলিনে।


চাঁদিনী নক্তে অপ্সরী সাজে নিহারি তোমায় ঋক্ষরাজে,
তোমারি বচন রাগিণীর ন্যায়ে শ্রবণে আমার গুনগুনে বাজে।


নভোলোকের ওই দূর নীলিমায় মিশে আছো তুমি স্বত মহিমায়,
অস্তপারের সন্ধ্যা তারায় সিত তুমি মোর মোহিনী মায়ায়।


মেঘলা দিনের নীর্জব বর্ষে খেয়ালী তোমায় সিক্ত স্পর্শে,
অচিরপ্রভার প্রতিবিম্বে নিহিত তুমি প্রবল অমর্ষে।


কবিতার খাতার পাতায় পাতায় লিখেছি তোমায় শত উপমায়,
আমারি স্বনে গাওয়া গান যত সবিযে বিশদ তোমার অভিধায়।