হৃদয়ের অধ্যায় হতে আজো—
মুছতে পারিনি সেই নাম।
তার প্রতিটি বর্ণ, প্রতিটি মাত্রা—
হয়ে আছে চির অম্লান।
যেই নামের অধীশ্বরী—
এক রাশভারী সুরঞ্জনা।
যেই নামের প্রাণবন্ত দেবী মূর্তিকে—
করেছিনু একদা অজস্র বন্দনা।
যেই নাম এক জীবনে অনিবার—
এসেছে হয়ে অশিব, অভিসম্পাত।
যেই নাম চোখের সমুদ্র হতে—
করেছে নিরন্তর অশ্রুপ্রপাত।
যেই নাম আমার চলার পথে—
দেখিয়েছে শুধুই মৃত্যুর বিভীষিকা।
যেই নাম চোরাবালির মতো—
সরিয়েছে আমার পদপৃষ্ঠের মৃত্তিকা।
যেই নাম আমার পুরঁজনে—
এনে দিয়েছে বেদনার সঞ্চার।
যেই নাম আমার দ্যুতিময় জগত—
করেছে নিষ্প্রভ, ঘোর অন্ধকার