কত গানে! কত শ্লোকে!
কত নিশার নিরালোকে
লিখেছি তোমাকে!
তোমারি শীতল-ছায়ায়
আবেশে মোহিনী-মায়ায়
নিমগ্ন করে তুমি রেখেছো আমাকে।
তোমাতে ছন্দ সাজাই, তোমাতেই শত আশা,
তোমাতে পেয়েছি খুঁজে হৃদয়ের পরিভাষা।
এ মনের দাগে দাগে
কত ব্যথা, অনুরাগে রেখেছি তোমাকে!
সুজলা এই সংসারে
তব প্রেমের পিঞ্জরে
নিবদ্ধ করে তুমি রেখেছো আমাকে।
ওগো স্বজনী,
তুমি মোর জননী, প্রিয় বাংলা;
কত ত্যাগে! কত আঘাতে!
কত দেহের রক্তপাতে
রঞ্জিত হয়েছো তুমি মিছিলের রাজপথে!
কত বঞ্চনায়! কত বিরহে!
কত সংগ্রামে! কত বিগ্রহে
তোমাকে পেয়েছি কত শোচনার বিনিময়ে!
গরিমা তোমায় নিয়ে প্রিয় বাংলা;
বাঁচিয়ে রেখেছো আমায় বাঙালী পরিচয়ে।