আমিতো বিষাদের মানুষ,
চিত্তপ্রসাদ লিখবো কিভাবে?
পরিতোষ যে কখনো থাকেনা আমার স্বভাবে।
আমিতো রাত্রিচর,
দিবালোকে আমায় দেখবে কি করে?
আমিতো তখন থাকি নিসর্গশোভার অগোচরে।
আমিতো গদ্যের মানুষ,
কিভাবে লিখবো আমি কবিতা?
তা'যে সকলের নিকট ফোটাবে শুধুই নিরর্থকতা।
আমিতো অনুরাগ-বিরুদ্ধ,
কেউ আমাকে ভালোবাসবে কি করে?
আমিযে নিরবধি ঘৃণিত এই ধরিত্রীর তরে।
আমিতো অতন্দ্রিত,
স্বপ্ন দেখবো কিভাবে?
স্বপ্ন'যে হামেশা ভেঁসে চলে আমার দৃষ্টি-অলক্ষ্য অর্ণবে।
আমিতো অঘ্রাত মানুষ,
কি করে পাব গোলাপের সুবাস?
সে'যে নিয়তির কাছে এক তীব্র পরিহাস।
আমিতো নিশান্ধ,
কি করে পাব জ্যোৎস্নার ধারনা?
দগ্ধ চোখে আধাঁর নিয়েই যে আমার পাদচারণা।
আমিতো বাকরুদ্ধ,
কি করে বলবো কথা অনর্গল?
আমার শব্দগুলো যে আকাশের মতো নিশ্চল।