স্বাধীনতা, তোমার জন্য
কত না দেহ ঝরেছিলো অকালে!
কত না প্রসূতির কোল হয়েছিলো শূন্য!
স্বাধীনতা, তোমার জন্য
কত না লোচন কেঁদেছিলো নিরলে!
কত না মুখের জোটেনি অন্ন!
স্বাধীনতা, তোমার জন্য
পীড়কের কাছে কত না মানবী—
হতে হয়েছিলো ভোগ্যপণ্য!
স্বাধীনতা, তোমার জন্য
মিছিলে মিছিলে কত না দাবি!
কত না পাঁজর হয়েছিলো ক্ষুণ্ণ!
স্বাধীনতা, তোমার জন্য
সবুজের বুকে লাল জুটিয়ে—
জেগেছিলো কত না ধৃষ্ট তারুণ্য!
স্বাধীনতা, তোমার জন্য
কত না কবির গোলাপের মুকুল—
বৃক্ষ হতে হয়েছিলো ছিন্ন!
স্বাধীনতা, তোমার জন্য
কত না বনিতা সাঝের আরশি—
পতি হারিয়ে করেছিলো চুর্ণ!
স্বাধীনতা, তোমার জন্য
কত না পুড়ে ছাঁই হয়েছিলো—
চিরহরিতের এই অরণ্য!
স্বাধীনতা, তোমার জন্য
শোষকের কাছে এ-জাতী ছিলো—
পাশবের চেয়েও নগণ্য।
স্বাধীনতা, তোমার জন্য
রক্ত বন্যায় ভেসেছিলো এ-দেশ—
লাশের সারিতে হয়েছিলো পূর্ণ।


তোমার জন্য স্বাধীনতা,
তোমাকে বাঁচাতেই এতটা ক্ষান্তি!
বীর বাঙালীর এতটা ক্লান্তি
শুধুই তোমার জন্য!
তোমাকে পেয়ে গর্বিত আজি
তোমাকে পেয়ে ধন্য।