কিছু কথা আজ বলবো তোমায় প্রেমী;
তোমার জন্য মোর হৃদয়ে রেখেছি
ভালোবাসার এক ফুলদানি
সে'যে রুহিতনের চেয়েও দামি।


তুমিযে আমার
শ্রাবণমেঘের অচিরপ্রভা প্রেমী;
আমার স্বপ্নলোকে
বয়ে চলেছে যেই স্রোতস্বিনী
তুমিযে তার
নীল সলিলের উজান ভাঙ্গা ঊর্মি।


কি সুষমায় আবৃত তুমি প্রেমী!
তব লাবণ্যের ললিত আভায়
আজ নিমজ্জিত আমি।


প্রেমী, তুমিযে আমার
জ্যোৎস্না রাতের যৌবনবতী চাঁদ
রুপালি আলোর ঝলকানিতে
হিয়ার মাঝে গড়েছো তুমি সুরেলা অনুনাদ।


রেখেছি তোমাকে মনের গহীনে
লিখেছি তোমাকে কবিতা-গানে
স্বর্গপুরীর অপ্সরীর বেশে
সাক্ষাৎ হলে মোর দুই নয়নে।


তুমিযে আমার
মুক্ত দিঘীর পদ্মাবতী প্রেমী;
আমার যত বাসনা সাধনা
এ দেহের যত মর্ম যাতনা
সবইযে রচিত তোমায় নিয়ে;
জানে মোর অন্তর্যামী।


প্রেমী
আমিযে তোমার ভালোবাসার
গোপন অভিসারী;
নির্মল বিহঙ্গের মত তুমি আজ
মন আমার করেছো ফেরারি।


প্রেমী, তোমার হাঁসির ফুল বাগানে
দুহাত ভরে খুব জতনে
ওষ্ঠপুটে ক'টি গোলাপ তুলতে আমায় দিও;
হৃদয়ের সেই ফুলদানীটা
সে গোলাপ দিয়ে সাজাবো আমি প্রিয়।