মৃত্তিকার হৃদয় ভেদ করে
এতটা শিকড় ছড়িয়ো না অশ্বত্থময়ী;
যৌবনোচ্ছল অবয়ব বিস্তৃত করে
এতটা নরদেহ'কে ছায়া দিও না।
রক্তস্নাত পাতার নির্লজ্জ অনিল
প্রবাহিত করে এতটা মনে প্রশান্তি দিও না।
নগ্ন শরীরে ছিদ্র কেটে
এতটা বিহঙ্গকে নীড় বাধতে দিও না।
নীহারিকার রৌপ্যবত রজনীতে
এতটা চন্দ্রসুধা লুটে নিও না।


এতটা ঔদার্যতা দেখিও না অশ্বত্থময়ী;


ভয়াল ঝড়ো হাওয়ার অভিশঙ্কায় —
স্বপ্নের দিগন্তরেখা মুছে যায় যেই কুহেলিকায়
সেই ধূসর উত্তরীলায় ঢেকে যাবে তুমি —
জীবন্ত সমাধি শয্যায়।