দীপান্বিতা
তুমি বলতে পারো একটি বিমর্ষ নীল গোলাপের কথা;
আর তখনি দেখবে অতিশয় দুর্লভ জেনেও
তোমাকে তা খুঁজে এনে দিতে
কতটা উজাড় করি আমি এই নিসর্গশোভা।


দীপান্বিতা
তুমি বলতে পারো
একটি অনির্বচনীয় শব্দ চয়নের কথা;
আর তখনি দেখতে পাবে
আমার অভিধানের দুমড়ে-মুচড়ে যাওয়া পাতাগুলোর
কি অসহনীয় ব্যথা!


দীপান্বিতা
তুমি বলতে পারো
চির বসন্তের একটি নতুন পৃথিবীর কথা;
আর তখনি দেখতে পাবে
নাতিশীতোষ্ণ বিহীন বাকি জলবায়ুদের হত্যা করতে
কতটা জাহির করি আমি পিশাচের ন্যায়ে হিংস্রতা!


দীপান্বিতা
তুমি বলতে পারো
এভারেস্টের চূড়ার একটুখানি তুষারের কথা;
আর তখনি দেখবে
আমি ক্ষণমাত্রই গমন করছি তিব্বতের পথে
হিলারি-তেনজিং'দের মত বুকে নিয়ে দুঃসাহসের প্রাণঘাতী স্বত্বা।


দীপান্বিতা
তুমি বলতে পারো
অরুণের ন্যায়ে রাঙা একটি মহাসমুদ্রের কথা;
আর তখনি দেখবে
প্রশান্তের নীরে এ দেহের সবটা লোহিত কনিকা
বিসর্জন দিতে আমার কি সীমাহীন ব্যগ্রতা!


দীপান্বিতা
বলতে পারো
তোমার জন্য একটি সুশ্রাব্য কবিতার কথা;
আর তখনই দেখবে
তোমাকে নিয়ে শ্বেতপত্রের কুয়াশাচ্ছন্ন রাজপথে
অজস্র কাব্যের পদধ্বনি'তে কি নিদারুণ অরাজকতা!


দীপান্বিতা
বলতে পারো
তোমার স্বপ্ন আর বাস্তবতা'কে একসূত্রে গ্রথিত করার কথা;
তখনি দেখবে
তোমার ইচ্ছেটা'কে পূর্ণতা দেওয়ার জন্য স্রষ্টার কাছে
আমার অভিযাচনের কতটা তীব্রতা!


কিন্তু দীপান্বিতা
তুমি যদি বলো তোমাকে ভুলে যাওয়ার কথা;
তবেযে আমি নির্বিকার,
অপারগের মতো তোমাকে ফিরিয়ে দেবো আমি সে কথা।