সিনোরিতা,
মাঝে মাঝে তোমাকে অচেতন পিয়ানো
বাদকের মতো মনেহয়
যার অপ্রতিরোধ্য আঙুলগুলোর সংযোগে
একগুচ্ছ কাঠিতে
সৃজিত হয় এক অসহনীয় মেলোডি,
সেই মেলোডির ক্ষিপ্রগামীতা কান বুজে
প্রতিরোধ করা অসাধ্য ব্যাপার।
তোমার প্রতিকূলে তুমুল যুদ্ধ হানতে—
তখন কেবল
আমার ক্রোধ আর ঘৃণারাই বিস্তৃতি পায়,
কিন্তু অবশেষটায়—
তোমার পক্ষ হয়ে ভালোবাসা নামক
এক বিবাদকারী জন্ম নেয়
যার বীরত্বের কাছে আমার সব ক্রোধ,
সব ঘৃণারা একে একে হেরে যায়।