চলে গেছো দুরে
পথ গেছে সরে
ঠিকানাহীন পথ সঙ্গী করে
সংশয় নিয়ে হেটে চলা
তুমি ছিলে আঁকড়ে ধরার
বেঁচে থাকার উদ্দীপনা
অন্য বুকে মাথা রেখে
ঔজ্জ্বল্য করেছো নিজের দিনগুলো
অনাকাঙ্ক্ষিত কষ্ট নিয়ে
স্বপ্ন গুলো আমার অযাচিত
স্মৃতির পৃষ্ঠা উলটে দেখি
পুরনো সেই সে দীর্ঘশ্বাস
বিনিদ্র রাতের গল্প লিখে
সময় কেটে যাচ্ছে আমার
সুখে থাকো তুমি আপন নীড়ে
অভিযোগ দেবো না কোথাও
আত্মঘাতী ওই মনকে তুমি
প্রশ্ন করো নিজে একবার
উত্তর মিলিয়ে নিও
বলতে হবে না আমায়
পৃথীবির ঘূর্ণায়নে
অজান্তে কোন প্রান্তে
আবার দেখা হলে
প্রশ্ন রেখো না যেন
""" কেন রয়েছি একা"""