কাল বিকেলে যখন বৃষ্টি হচ্ছিল
তখন বারান্দায় একাকীত্ব উদযাপনে আমি
হঠাৎ তুমি এসে মনের মাঝে মেঘ হয়ে গেলে
প্রাকৃতিক পরিবেশ শান্ত হলেও সাইক্লোন শুরু মনে
ইতিমধ্যে চোখের পানিও টুপ টুপ করে পড়ছে মাটিতে
বৃষ্টির পানির সাথে চোখের পানিও একাকার করে দিলাম
হয়তো তুমি তখন কারো হাতে হাত রেখে বৃষ্টি দেখছিলে
তবে আমার হাতে কারো হাত নেই, আছে তোমার কালো ছায়া
মাঝে মাঝে মন চাই তোমাকে বৃষ্টির জলে ভাসিয়ে দেয়
উড়িয়ে দেয় হিমেলি বিকেলের শীতল বাতাসে
যেন বিষন্নতা তোমার জন্য আমাকে উদ্বিগ্ন না করে
তোমার দেয়া প্রিয় কষ্টটা যেন তীব্র না হয়
আর যেন বৃষ্টির সাথে পাল্লা দিয়ে কান্না না আসে
কিন্তু আমি ব্যার্থ ,ব্যার্থতার ছাপ চোখে-মুখে
ভুলে যাওয়া হয়না তোমাকে,জিততেও পারি না ব্যার্থতার সাথে
তোমাকে ফিরে পায় ঝুম বৃষ্টিতে,প্রকৃতির অপরুপ সাজে
ফুলের শুভাসে,পাখির গানে,মিষ্টি রোদের উষ্ণতায়
তুমি আছো হৃদয়ের গভিরে,মনের আঙ্গিনায়
তুমি আছো ভালবাসায়, হয়তো থাকবে এভাবেই