দিনের শত ক্লান্তি নিয়ে যখন ঘুমাও
তোমার খোলা জানালার ফাক দিয়ে ঢুকে
আলতো ছোয়ায় তোমাকে জড়িয়ে ধরে
নিরব হয়ে শুয়ে থাকব তোমার পাশে
শুধু এক ফালি রোদ হয়ে
একটি আধার কালো রাত পেরিয়ে
সোনালী সকালের সঙ্গি হয়ে ফিরে
তোমার জানালার পর্দা ফাকি দিয়ে
নিমিষেই আচড়ে পড়ব তোমার মুখে
আচমকায় আতকে উঠবে তুমি
ঘুম ভাঙ্গিয়ে দিব তোমার
শুধু এক ফালি রোদ হয়ে
হাড় হিম করা শিতের দিনে
থর থর করে তুমি কাপবে যখন
বরফ জমা কুয়াশা ভেদ করে
চলে আসব আমি তোমাতে
একটু খানি উষ্ণ ছোয়া দিতে
শুধু এক ফালি রোদ হয়ে