এভাবে চলে যাও কেন বারবার
আমি দিশেহারা হয় খুজে পেতে তোমায়
আমি মানতে পারিনা এভাবে চলে যাওয়া তোমার
যেমন করে মানতে পারে না বকুল তার
হয়ে যাওয়া ফুল থেকে ফল
অবাধ বিচরন করে যাও তুমি
অগ্নী হয়ে অবিরত নিরবে দাহ কর
তুমি মেঘের বজ্র হয়ে পতিত হও
সাধ্য মত কষ্টের বানে ভাসাও-ডুবাও
মৃত্যুকাল পর্যন্ত ইচ্ছে মত মার
তুবও এভাবে চলে যেও না
নিঃস্ব করে দাও আমায়
হাহাকার করা বুক নিয়ে দাড়াব আমি
দেখব ভাগ্যের নির্মম পরিহাস
আমার পৃথীবিটাও ধংস করে দাও
ধংসস্তুুপে দাড়িয়ে এক গাল হাসি নিয়ে
বলব তোমায় ভালবাসি
আর বলব,,,,এভাবে চলে যেও না