বিকেলের আকাশটা হঠাৎ মেঘ করলো
পরিবেশটা কিঞ্চিত আধারে ঘনীভুত হলো
হয়তো খানিক পরেই বৃষ্টির আবির্ভাব হবে
বেলকনিতে বসে আমি বৃষ্টি দেখার অপেক্ষায়
হঠাৎ ফোনটা বেজে উঠলো
সে বায়না করে বসলো
আমার সাথে নাকি বৃষ্টিতে ভিজবে
আমিও না করলাম না
তার সব বায়না-আবদার তো আমাকে নিয়েই
তাকে আসতে বলে আমি বরে হয়ে গেলাম
মনে হচ্ছে আজকের বৃষ্টিটা
আমাদের ভালবাসার সাক্ষি হতে চলেছে
গন্তব্যে পৌছে অপেক্ষা করতে থাকলাম
রিমঝিম বৃষ্টির মাঝে যে অজানা অনুভূতির সৃষ্টি
এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ
বৃষ্টি শেষ হয় কিন্তু অপেক্ষা আর শেষ হয় না
সে আসবে না ভেবে বৃষ্টিরাও আড়ি শুরু করলো
এক চিলতে রাগ আর এক ফালি হতাশা
নিয়ে আমিও বাড়ি ফিরে গেলাম
ফোনটা হাতে নিয়ে দেখি অনেকগুলো মিসকল
আমি ফেরত কল করলাম
তার মা ফোনটা ধরলো
সে নাকি আর আমাদের মাঝে নেই
বৃষ্টির মাঝে রাস্তা পার হতে গিয়ে
রোড এক্সিডেন্ট করেছে
বাইরে আবারও ঝুম বৃষ্টি শুরু হয়েছে
আমি চিৎকার দিতে পারিনি
চোখের পানিটাও ধুয়ে গেছে বৃষ্টির পানিতে